সোমবার, ০২ জানুয়ারী, ২০১৭, ১১:২৪:০০

আলহামদুলিল্লাহ: তা’লিমে ইসলামের বিশ্ব ইজতেমা শুরু বুধবার

আলহামদুলিল্লাহ: তা’লিমে ইসলামের বিশ্ব ইজতেমা শুরু বুধবার

ইসলাম ডেস্ক : তা’লিমে ইসলাম মানিকগঞ্জের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। আগামী বুধবার মানিকগঞ্জের ছিদ্দিকনগরের পটল বিলে এই ইজতেমা শুরু হবে।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শনিবার সকালে।

ইজতেমায় শরিয়ত জানা, শরিয়ত মানা, শরিয়ত বোঝার ওপর গুরুত্ব দেওয়া হবে। গুরুত্ব পাবে নফস তথা আত্মশুদ্ধি, নবীপ্রেম, বায়াত অর্জন, বিশ্ব মানবতা ও ইসলামী জিন্দেগির ব্যবহারিক শিক্ষা। আল্লাহকে চেনা ও জানার সঠিক পথের অনুসন্ধানের লক্ষ্যে দলমত, জাতি ও ধর্ম নির্বিশেষে সবাই ইজতেমায় আমন্ত্রিত।

ইজতেমায় দোয়া পরিচালনা করবেন চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক হজরত মাওলানা মুফতি শায়খুল হাদিস ডক্টর মুহাম্মদ মনজুরুল ইসলাম ছিদ্দিকী ছাহিব (দা.বা.) শায়খ, তা’লিমে ইসলাম, মানিকগঞ্জ। ওয়েবসাইটে (www.talimeislam.com/live) সরাসরি এই ইজতেমা দেখা যাবে। -সংবাদ বিজ্ঞপ্তি।
০২ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে