ইসলাম ডেস্ক: হাদিস গ্রন্থগুলোর মধ্যে ছয়টি বইকে সবচেয়ে বেশি বিশুদ্ধ বই বলে মনে করা হয়। এটি ‘সিহাহ সিত্তা’ বা ‘ছয় বিশুদ্ধ বই’ -নামে পরিচিত। সিহাহ অর্থ বিশুদ্ধ, সিত্তা অর্থ ছয়। সিহাহ সিত্তা এর আভিধানিক অর্থ হল ছয়টি বিশুদ্ধ, আর ইসলামী পরিভাষায় এটি হাদীস শাস্ত্রের ছয়টি নির্ভুল ও বিশুদ্ধ হাদীস গ্রন্থ। এই সকল হাদীসগ্রন্থের মধ্যেকার কিছু হাদীসকে সহীহ হাদীস, কিছু হাদীসকে হাসান হাদীস এবং কিছু হাদিসকে যায়ীফ হাদীস বলে। আপনি জানেন কি, সহীহ হাদীস, হাসান হাদিস ও যায়ীফ হাদিস কাকে বলে? না জেনে থাকলে নিচের বর্ণনাটি পড়ে নিন।
বিশ্বস্ততা হিসেবে হাদিস তিন প্রকার
১। সহীহ হাদিস: যে হাদীসের বর্ণনাকারীদের বর্ণনার ধারাবাহিকতা রয়েছে, সনদের প্রতিটি স্তরে বর্ণনাকারীর নাম, বর্ণানাকারীর বিশ্বস্ততা, আস্তাভাজন, স্বরণশক্তি অত্যন্ত প্রখর কোনস্তরে তাদের সংখ্যা একজন হয়নি তাকে সহীহ হাদীস বলে।
২। হাসান হাদিস: সহীহ সবগুনই রয়েছে, তবে তাদের স্বরণ শক্তির যদি কিছুটা দুর্বলতা প্রমাণিত হয় তাকে হাসান হাদিস বলে।
৩। যায়ীফ হাদিস: হাসান, সহীহ হাদিসের গুন সমুহ যে হাদীসে পাওয়া না যায় তাকে যায়ীফ হাদিস বলে।
সূত্র:বাংলা কুরআন ও হাদিস
১২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর