রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫, ০১:৪৬:২৮

হাজরে আসওয়াদের সামনে তাকবীর বলার ফজিলত

হাজরে আসওয়াদের সামনে তাকবীর বলার ফজিলত

ইসলাম ডেস্ক: আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) উটের পিঠে আরোহণ করে কা’বা ঘর তাওয়াফ করার সময় যখন তিনি হাজরে আসওয়াদের কাছে পৌঁছাতেন কখন সেদিকে কোন কিছু দ্বারা ইশারা করতেন এবং ‘আল্লাহ আকবার’ বলতেন। (বুখারী-ফাতহুল বারী-৩/৪৭৬)। হাদীস শরীফে উল্লেখ আছে, রব্বনা আতিনা ফিদদুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাত হাসানাতাও ওয়াকিনা আযাবান নার।’ বাংলা অর্থ: হে আমাদের প্রভু! তুমি আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করো এবং আমাদের দোযখের শাস্তি থেকে রক্ষা করো।’ (আবু দাউদ-২/১৭৯) এছাড়া, জাবের (রা.) বলেন, নবীজী (সা.) সাফা পর্বতের নিকটবর্তী হয়ে এই আয়াত পড়তেন, ‘ইন্নাসসাফা ওয়াল-মারওয়াতা মিন শা’আইরিল্লাহ।’ অর্থ: ‘নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তভুক্ত।’ সূরা-বাকারা ১৫৮) ১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে