সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০৩:৩২:৩৮

রাতের বেলা কাবা শরীফ তাওয়াফ করা যাবে কি?

রাতের বেলা কাবা শরীফ তাওয়াফ করা যাবে কি?

ইসলাম ডেস্ক: মুসলিম কোন ব্যক্তি রাতদিনের যে কোন সময় পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে পারবে কি? নাকি উমরার কার্যাবলী দিনের নির্দিষ্ট কোন সময়ে পালন করা আবশ্যকীয়? যে ব্যক্তি এশার নামাযের আগে মক্কায় পৌঁছেছে সে কি এশার নামাযের পরে তাওয়াফ করতে পারবে? উপরের প্রশ্নগুলো স্পষ্ট ব্যখ্যা আমরা পবিত্র তিরমিজি শরীফে দেখতে পায়। সেখানে বলা হয়েছে, ‘কাবা শরিফ তাওয়াফ করার সুনির্দিষ্ট কোন সময় নেই। হজ্জ কিংবা উমরা পালনেচ্ছু ব্যক্তি যখনি মক্কায় পৌঁছবে কিংবা সাধারণ তাওয়াফ পালনেচ্ছু দিবারাত্রির যে কোন সময়ে তাওয়াফ করতে চাইবে সে সময় তাওয়াফ করতে পারবে। এমনকি যে সময়গুলোতে নামায নিষিদ্ধ সে সময়গুলোতেও। দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী: “হে বনি আবদে মানাফ! তোমরা কাউকে দিবারাত্রির কোন সময়ে এ ঘরের তাওয়াফ করতে ও নামায পড়তে বাধা দিও না।’ (সুনানে তিরমিজি (৮৬৮); আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন) ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে