বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১০:৫০:১৩

মা-বাবার সেবা করার প্রতিদান জিহাদের চেয়েও বেশি, হাদিস শরিফে এসেছে, ....

মা-বাবার সেবা করার প্রতিদান জিহাদের চেয়েও বেশি, হাদিস শরিফে এসেছে, ....

ইসলাম ডেস্ক : মা-বাবার সেবা করার প্রতিদান জিহাদের চেয়েও বেশি। তাই অনেক ক্ষেত্রে জিহাদে না গিয়ে তাদের সেবা করা উত্তম। হাদিস শরিফে এসেছে, عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ‏:‏ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُرِيدُ الْجِهَادَ، فَقَالَ‏:‏ أَحَيٌّ وَالِدَاكَ‏؟‏ فَقَالَ‏:‏ نَعَمْ، فَقَالَ‏:‏ فَفِيهِمَا فَجَاهِدْ

আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, এক ব্যক্তি জিহাদে অংশ নিতে নবী করিম (সা.)-এর কাছে উপস্থিত হন। তখন রাসুল (সা.) জিজ্ঞাসা করেন, তোমার মা-বাবা কি জীবিত? ওই ব্যক্তি বলল, হ্যাঁ।

তিনি বলেন, ‘যাও, তাদের কাছে যাও এবং (সেবাযত্নের মাধ্যমে) জিহাদ করো।’ (সহিহ বুখারি, হাদিস : ৩০০৪)।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে