মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৫:৫৯:৪৬

সন্তানকে দুধ খাওয়ালে ওই মায়ের অজু ভেঙে যাবে কি?

সন্তানকে দুধ খাওয়ালে ওই মায়ের অজু ভেঙে যাবে কি?

ইসলাম ডেস্ক : পবিত্রতা জন্য আমরা অজু করি। যত্ন নিয়ে অজু করলে সওয়াবের প্রতিশ্রুতও রয়েছে। অজুর পানির সঙ্গে ঝরে যায় ছোট ছোট গুনাহ। সুসংবাদ আছে জান্নাতের। কেয়ামতের মাঠে অজুর পানিতে ধোয়া অঙ্গ-প্রত্যঙ্গে আলো ঝলমল করবে। ইবাদতের প্রস্তুতির জন্য মায়েরাও অজু করেন। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও বিভিন্ন তাসবিহ পাঠ করেন। প্রশ্নটা হলো, শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে কি না ? বাচ্চাকে দুধ খাওয়ানোর পর নামাজ তেলায়াতের জন্য মা কি নতুনভাবে অজু করবে? সমাজের ভুলপ্রথা থেকেই ‘দুধ খাওয়ালে মায়ের অজু ভেঙে যাবে’ কথাটার প্রচলন ঘটেছে। ইসলাম বলে দুধ খাওয়ালে মায়ের অজু ভাঙবে না। কারণ এটি অজু ভঙ্গের কোন কারণের অন্তর্ভুক্ত নয়। ইসলামি ফেকাহ অজু ভাঙার কারণ উল্লেখ্য করা হয়েছে, পেশাব-পায়খানা করলে, বায়ু নির্গত হলে, শরীরের থেকে রক্ত বা পুঁজ জাতিয় নাপাক কিছু বের হয়ে গড়িয়ে পড়লে,ঘুমিয়ে গেলে, মুখ ভরে বমি করলে, নামাজে শব্দ করে হাসলে, পাগল, মাতাল ও বেহুশ হলে অজু ভেঙে যাবে। ইত্যাদির অজু ভাঙার কারণে তো, শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ালে অজু ভাঙার কথা বলা হয়নি। তাহলে অজু ভাঙবে কেন? একটা সুযোগ নিতে পারে দুধ খাওয়ালে মায়ের অজু ভেঙে যাওয়ার প্রবক্তারা। সেটা হলো, শরীর থেকে রক্ত পুঁজ বা এ জাতিয় কিছু বের হলে অজু ভেঙে যাবে। দুধ তো রক্ত ও পুঁজের মতোই। সুতরাং দুধ খাওয়ালেও অজু যাবে। এখানে মনে রাখার মতো বিষয় হলো, ফেকাহ কিতাব সমুহে বলা হয়েছে, শরীরের থেকে রক্ত বা পুঁজ জাতিয় নাপাক কিছু বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যাবে। মায়ের বুকের দুধ কি রক্ত বা পুঁজের মতো নাপাক? কখনই না। দুধ পবিত্র। শিশুর জন্য আল্লাহর নেয়ামত। সুতরাং ফেকাহবিদদের চূড়ান্ত অভিমত হলো, শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ালে অজু ভাঙবে না। বরং শিশুর সুস্থ্যতার জন্য বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় মা পরিস্কার পরিচ্ছন্ন ও পবিত্র থাকবে। পবিত্র অবস্থায় দুধ খাওয়ানো আমাদের সভ্যতা ও সংস্কৃতি। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে