শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫, ০৫:৫১:০৭

যে কারণে আশুরার দিনে রোজা রাখতে হয়

যে কারণে আশুরার দিনে রোজা রাখতে হয়

ইসলাম ডেস্ক: হজরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ প্রদান করেন, তখন সাহাবিরা অবাক হয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ! ইহুদি-নাসারারা তো এই দিনটিকে বড়দিন মনে করে। (আমরা যদি এই দিনে রোজা রাখি, তাহলে তো তাদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের উত্তরে রাসূল সা. বললেন, যারা এদিন একটি রোজা পালন করবে তাদের গত এক বছরের গুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দেবেন। মুসলিম শরিফ: ১১৩৪ আরও কি আমল আছে এই দিনে? হজরত আবু হুরায়রা রা. সূত্রে বর্ণিত, নবী করিম সা. বলেন, যে ব্যক্তি আশুরার দিনে আপন পরিবার-পরিজনের মধ্যে পর্যাপ্ত খানাপিনার ব্যবস্থা করবে, আল্লাহপাক পুরো বছর তার রিজিকে বরকত দান করবেন। তাবরানি: ৯৩০৩ ২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে