মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ০১:১৭:১০

নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত

নামাজের জন্য অপেক্ষা করার ফজিলত

ইসলাম ডেস্ক: মহান আল্লাহ তা’য়ালা মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সে কারণে ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিদিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। কিন্তু অনেক সময় অনেক ধর্মপ্রাণ মুসলমান এক ওয়াক্ত নামাজ আদায় শেষ করে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করে থাকেন। এই শ্রেণীর আল্লাওয়ালা ব্যক্তিদের উদ্দেশ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, আরবি হাদিস: وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «لاَ يَزَالُ أحَدُكُمْ فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ، لاَ يَمنَعُهُ أَنْ يَنقَلِبَ إِلَى أَهْلِهِ إِلاَّ الصَّلاةُ». متفقٌ عَلَيْهِ০ বাংলা অর্থ: আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নামাযের প্রতীক্ষা যতক্ষণ (কাউকে) আবদ্ধ রাখে, ততক্ষণ সে আসলে নামাযের মধ্যেই থাকে; যখন নামায ছাড়া অন্য কোনো কিছু (তাকে) তার স্বীয় পরিবারের কাছে ফিরে যেতে বাধা না দেয়।” (অর্থাৎ নামাযের উদ্দেশ্যে যতক্ষণ বসে থাকে, পুণ্য-প্রাপ্তির দিক দিয়ে সে পরোক্ষভাবে নামাযেই প্রবৃত্ত থাকে।) [সহীহ বুখারী ৬৫৯, ১৭৬, ৪৪৫, ৪৭৭, ৬৪৭, ৬৪৯, ২১১৯, ৩২২৯, ৪৭১৭, মুসলিম ৬৪৯, তিরমিযী ২১৫, ২১৬, নাসায়ী ৭৩৩,৭৩৮, আবূ দাউদ ৪৬৯, ৪৭০, ৪৭১, ৫৫৬, ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে