বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৫:৩৫:০৬

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর স্থান জাহান্নামে

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর স্থান জাহান্নামে

ইসলাম ডেস্ক: মানুষ সামাজিক জীব। মানুষে মানুষে সম্পর্ক হওয়াটা মহান আল্লাহ তায়ালার অপার রহমত দান। গোটা জগতের মানুষ আদম আ.-এর সন্তান। সে হিসাবে সবাই আত্মীয়। সামাজিক আত্মীয়র গন্ডি আরেকটু সীমাবদ্ধ। হাদীস শরীফে বর্ণিত আছে, আত্মীয়তার সম্পর্ক বিনষ্টকারীর সাথে আল্লাহ তাআলা সম্পর্ক রাখেন না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক প্রতিস্থাপন করে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রাখেন। (বুখারী শরীফ, হাদীস-৫৫২৯) হাদীস শরীফে আত্মীয়তার সম্পর্ক ‘ঠিক রাখ’ এ কথা বলা হয়নি, ‘স্থাপন কর’ বলা হয়েছে। আমরা অনেকেই মনে করি, যেসব আত্মীয় ভাল ব্যবহার করবে, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখব। আর যারা খারাপ ব্যবহার করবে, তাদের সাথে সম্পর্ক নষ্ট করাটাই যুক্তিযুক্ত। যারা আমার সাথে খারাপ করল, আমি তাদের সাথে কেন ভাল করব? আমি তাদের খবর কেন রাখব, যারা কখনো আমার খোজ নেয় না? কিন্তু এমনটি শরীয়তে সিদ্ধান্ত নয়। শরীয়ত বলছে, যারা ইচ্ছাকৃতভাবে তোমাদের সাথে সম্পর্ক নষ্ট করবে, তোমরা তাদের সাথে সম্পর্ক প্রতিস্থাপন কর। হযরত আবদুল্লাহ ইবনে আমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, বদলা দানকারী আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী নয়, বরং আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী তো ঐ ব্যক্তি যে, কেউ তার সাথে সম্পর্ক নষ্ট করলে সে তার সাথে সম্পর্ক স্থাপন করে।’ (বুখারী শরীফ, হাদীস-৫৫৩২) হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সা.-এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার কিছু আত্মীয় এমন আছে, তারা আমার সাথে সম্পর্ক নষ্ট করলেও আমি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখি। তারা আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি তাদের সাথে ভাল ব্যবহার করি। তারা আমাকে ভুলে গেলেও আমি তাদেরকে স্মরণ করি। রাসূলুল্লাহ সা. ইরশাদ করলেন, ‘তোমার কথা যদি এমনটি হয়, যা তুমি বললে, তাহলে তুমি তো তাদের কষ্ট দুর করে দিলে। তুমি এ কাজে অটল থাকলে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সাহায্যকারী থাকবে সর্বদাই।’ (মুসলিম শরীফ, হাদীস-৪৬৪০) এজন্য আমাদের উচিত, যেসব আত্মীয়-স্বজন খারাপ আচরণ করবে, হক নষ্ট করবে, তাদের সাথে আলোচনা করা, সুসম্পর্ক বজায় রাখা এবং আত্মীয়তার সম্পর্ক প্রতিস্থাপন করা। এতে কালবিলম্ব করা উচিত নয়। কারণ, হতে পারে আমরা বিভ্রান্তিতে আছি, তাদের কোন ভুল নেই। আর বিষয়টি আমরা উপলব্ধিও করতে পারছি না। সতর্কতামূলক আমরা এগিয়ে যাব। ভাল কাজে আগে থাকাই উচিত। ১৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে