মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫, ০৪:১২:৪১

কি বলছে ইসলাম, প্রাণের উৎস আসলে কী?

কি বলছে ইসলাম, প্রাণের উৎস আসলে কী?

ইসলাম ডেস্ক: আধুনিক প্রাণী বিজ্ঞানীদের মধ্যে একটা অংশ স্বীকারই করেন না যে, সকল প্রাণের উৎস আল্লাহ তায়ালা। তাদের মহাশক্তিশালী গবেষণার ফলে প্রাণের সূত্রপাত কোথায়, কিভাবে হয়েছিল তা বলুন তো? এই প্রশ্নের উত্তরে অবিশ্বাসী জ্যোতির্বিজ্ঞানীর মতো তারাও বলবে, ‘কোটি কোটি বছর আগে আদিম সমুদ্রের পানিতে প্রোটোপ্লাজমের উদ্ভব হতে থাকে। তা থেকে এ্যামিবা সৃষ্টি হয়। সমুদ্রের এই এ্যামিবা থেকে প্রাণীজগতের বিকাশ ঘটে। এক কথায় বলতে গেলে সমুদ্র অর্থাৎ পানি থেকেই জীবনের সূত্রপাত।’তারা কবে আবিষ্কার করল, পানি থেকেই প্রাণীজগতের উদ্ভব ও বিকাশ ঘটেছে। এর উত্তরে তারা বলবেন, ‘এই সেদিন বলা চলে মাত্র।’ তাহলে প্রশ্ন, ১৪০০ বছর আগে আপনাদের প্রাণী বিজ্ঞানের এই আবিষ্কার সম্পর্কে সে যুগের কোনো জ্ঞানী অথবা দার্শনিক অথবা কোনো কবির কোনো ধারণা থাকা সম্ভবপর ছিল কি? তারা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে বললেন, না কখনই না। তবে মুহাম্মদ সা. এর মুখ থেকে কি উচ্চারিত হয়েছিল ‘এবং প্রাণবান সকল কিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবুও কি তারা বিশ্বাস করবে না? কুরআন ২১ : ৩০ আল্লাহতায়ালা জীব সৃষ্টি করেছেন পানি থেকে। এদের কিছু পেটে ভর দিয়ে চলে কিছু দু’পায়ে চলে এবং কিছু চলে চার পায়ে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কুরআন ২৪ : ৪৫ এ বিষয়ে কুরআন আরও বলে, পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়া জোড়া করে। এসব পংক্তিমালা থেকে আপনাদের হয়তো অনুধাবন করা কঠিন হয়ে যাবে যে, মহাপরাক্রমশালী বিশ্বস্রষ্টা বর্তমানের সংশয়বাদী আপনাদের মত জ্ঞানী ব্যক্তিদের লক্ষ্য করেই এসব বাণী প্রেরণ করেছিলেন। আজ থেকে ১৪’শ বছর আগে কোনো মরুবাসীর পক্ষেই এসব কথার প্রকৃত অর্থ বোধগম্য ছিল না। আল্লাহ, যিনি কুরআনের রচয়িতা, তিনি ‘আপনাদেরই বুঝাতে চেষ্টা করেছেন, আপনারা বৈজ্ঞানিক, আপনারা কেন আল্লাহর অস্বীকারকারী হবেন? কেন আপনি হবেন আল্লাহর সর্বশেষ অস্বীকারকারী। কিন্তু আপনি হয়েছেন প্রথম। আপনাকে এ কোন রোগ আক্রান্ত করেছে যে আপনাদের বিবেচনাবোধ ইগো দ্বারা আবৃত হয়ে আছে। উদ্ভিদবিজ্ঞানী, প্রাণীবিজ্ঞানী, পদার্থবিদ তাদের অসাধারণ অন্তর্দৃষ্টি থাকা সত্ত্বেও মহান স্রষ্টাকে স্বীকার করা যুক্তিসঙ্গত মনে করেন না। ২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে