নামাজ আদায় নিষিদ্ধ যখন
ইসলাম ডেস্ক: আল্লাহ পাক মুসলমানদের জন্য নামাজ যেমন ফরজ করেছেন, ঠিক তেমনই বলে দিয়েছেন কোন কোন সময় নামাজ আদায় করতে হবে এবং কোন কোন সময় নামাজ আদায় করা যাবে না। মুসলমান হিসেবে আপনি জানেন কি, কোন কোন সময় নামাজ আদায় করা ইসলামে নিষিদ্ধ? যদি না জেনে থাকেন, তাহলে নিচের বর্ণনা থেকে এখনই জেনে নিন।
দ্বিপ্রহরের সময় সূর্য ঠিক মাথার ওপর থাকলে, সূর্যোদয়ের সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় যেকোনো নামাজ আদায় করা কিংবা তিলাওয়াতে সিজদা দেয়া একেবারে নিষিদ্ধ বা হারাম।
ফজরের ওয়াক্তে নামাজ আদায়ের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত যেকোনো নামাজ আদায় করা নিষেধ অর্থাৎ জায়েজ নেই। আসর নামাজের পর মাগরিব নামাজের আগে যেকোনো নফল নামাজ আদায় করা জায়েজ নেই।
আর শুক্রবার জুমার ওয়াক্তে ইমাম খুৎবা আরম্ভ করলে যেকোনো নামাজ আদায় করা জায়েজ নেই।
তবে ফজরের ওয়াক্তের সুন্নাত নামাজ কাজা হয়ে থাকলে অন্যত্র সরে গিয়ে তা আদায় করা জায়েজ আছে। ফজরের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যবর্তী সময় যেকোনো নামাজ আদায় করা জায়েজ নেই।
আসরের নামাজের নিয়ত করে তিন রাকায়াত নামাজ আদায়ের পর সূর্য অস্ত গেলেও চতুর্থ রাকায়াত আদায় করতে হবে। তবে মাকরূহের সাথে আদায় হবে। সূত্র : মোকছুদুল মোমিনিন
২৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ
�