বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৯:৩২:৪৯

মহানবী (সা.) ৭টি স্থানে নামাজ আদায় করতে নিষেধ করেছেন

মহানবী (সা.) ৭টি স্থানে নামাজ আদায় করতে নিষেধ করেছেন

ইসলাম ডেস্ক: রাসূলুল্লাহ (সা.) বলেন, একজন লোক ঘরে নামাজ পড়লে একটি নেকী পায়, সে অক্তিয়া মসজিদে পড়লে ২৭ গুণ, জুমা মসজিদে পড়লে পাঁচশগুণ, মসজিদে আকসায় পড়লে পঞ্চাশ হাজার গুণ, আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে পড়লে পঞ্চাশ হাজার গুণ এবং মসজিদুল হারাম বা কাবাঘরে পড়লে এক লাখ গুণ সওয়াব পাবে। (ইবনে মাজাহ, মেশকাত) নবী করীম (সা.) বলেন, যে ব্যক্তি আযান শোনে অতঃপর সে (অসুখ বা ভয় প্রভৃতি) কোনো ওজর ছাড়া নামাজে হাজির হয় না, (ঘরে পড়ে) তার নামাজও হয় না। এই হাদিস দ্বারা মসজিদের গুরুত্ব প্রমাণিত হয়। রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহর নিকট সবচেয়ে সেরা জায়গা মসজিদ এবং সবচেয়ে নিম্নমানের জায়গা হাটবাজার। রাসূলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মসজিদ বানায় তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানান। (মুসলিম, মেশকাত, ৬৮ পৃ.) আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) মসজিদ বানানোর এবং সেগুলোকে পাকসাফ রাখবার ও খোশবু দিয়ে সুবাসিত করার হুকুম দিয়েছেন। (আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ, মেশকাত) মসজিদে কি কি করা নিষেধ : রাসূল (সা.) মসজিদে কবিতা আবৃত্তি করতে, বেচাকেনা করতে ও জুমার দিনে নামাজের আগে গোল হয়ে বসে চক্র বানাতে নিষেধ করেছেন। তিনি বলেন, এমন একটা যুগ আসবে যখন মানুষ মসজিদে বসে দুনিয়ার কথা বলবে, তখন তুমি তাদের সাথে বসবে না। তিনি মসজিদে কেসাস (খুনের প্রতিশোধ) নিতে এবং হদ (শরিয়াতি শাস্তি) দিতে নিষেধ করেছেন। রাসূল (সা.) সাত জায়গায় নামাজ পড়তে নিষেধ করেছেন। ১. জঞ্জাল ফেলার জায়গায়, ২. জবেহ করার জায়গায়, ৩. কবরখানায়, ৪. রাস্তায়, ৫. গোসলখানায়, ৬. উট বাঁধার জায়গায়, ৭. কাবার ছাদের ওপর। রাসূলুল্লাহ (সা.) বলেন, গোরস্থান, গোসলখানা ও অপবিত্র জায়গা ছাড়া সমস্ত জমিনটাই মসজিদ। ঘরেও মসজিদ বানাও। রাসূল (সা.) বলেন, তোমাদের কিছু নামাজ (অর্থাৎ সুন্নত ও নফল নামাজগুলো) নিজেদের ঘরে পড় এবং (ঘরে ঐসব নামাজ না পড়ে) ঘরটাকে কবরে পরিণত করো না। (বুখারী, মুসলিম, মেশকাত, ৬৯ পৃ.) যায়দ ইবনে সাবেত (রা.) বলেন, রাসূল (সা.) তাঁর ঘরে নামাজের জন্য একটি খাস হুজরা করে রেখেছিলেন। অনেক লোক তাঁর কাছে আসত এবং তাতে নামাজ পড়ত। তিনি বলেন, ফরজ ছাড়া পুরুষের অন্যান্য সুন্নত ও নফল নামাজ ঘরে পড়া উত্তম। (বুখারী, মুসলিম) ২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে