মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৬:৪০:১৭

কি বলছে ইসলাম, সূরা ফাতিহা পাঠ শেষে ‘আমিন’ বলতেই হবে কি?

কি বলছে ইসলাম, সূরা ফাতিহা পাঠ শেষে ‘আমিন’ বলতেই হবে কি?

ইসলাম ডেস্ক: আমরা যারা মসজিদে জামায়াতের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করে থাকি তারা অবশ্যই বিষয়টি লক্ষ্য করেছেন, জামায়াতের সহিত নামাজ আদায়ের সময় ইমাম সাহেব সাহেব সূরা ফাতেহার পাঠ শেষে করলেই অন্যসব মুসল্লিরা উচ্চস্বরে ‘আমিন’ বলেন। শুধু জামায়াতের নামাজ নয়, আপনি নিজে নিজে যখন সুন্নত কিংবা ফরজ নামাজ আদায় করেন, তখনও সূরা ফাতিহা পাঠ করার পর ‘আমিন’ বলেন। কিন্তু আপনি জানেন কি, এ বিষয়ে ইসলামের সঠিক ব্যাখ্যা আপনি জানেন কি? নিচে ইসলামের আলোকে বিষয়টি ব্যাখ্যা করা হলো- সহিহ বোখারি শরিফে আমাদের প্রিয় নবী হুজুর পাক (সা.) ‍এরশাদ করেছেন‍, “যখন ইমাম সাহেব ‘গয়রিল মাকদুবে আলাইহিম ওয়ালাদ্দলিন’ বলবেন, তখন ‘ফাকুলু আমিন’ তোমরা আমিন বলবে।” সুতরাং এটি জাহারি সালাতের মধ্যে আমিন জোরে বলাটাই হচ্ছে সুন্নাহ এবং বহু হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়েছে। বহু বর্ণনার মাধ্যমেও সাব্যস্ত হয়েছে আমিন জোরে বলার বিষয়টি। সেটা ইমাম ও মুক্তাদি সবাই বলবে এবং একসঙ্গে বলবে। আমিন বলার ফজিলত হচ্ছে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে, আল্লাহ সুবহানাহতায়ালা সেগুলো ক্ষমা করে দেবেন।’ সুতরাং এটি অত্যন্ত ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ বিষয় এবং যাঁরা এভাবে আমিন বলছেন না, তাঁরা সুন্নাহর অনুসরণ থেকে বঞ্চিত হচ্ছেন। ১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ/ রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে