ইসলাম ডেস্ক : হযরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, একদিন রাসুলে করীম (সা.) দু‘টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ইরশাদ করেনঃ এদের আযাব হচ্ছে কোন বড় ধরনের জটিল কাজের জন্য নয়, বরং এমন মামুলী বিষয়ের জন্য, যা থেকে তারা অনায়াসে বাঁচতে পারত।
অতপর তিনি সেই উভয় কবরবাসীর অপরাধের ব্যাখ্যা প্রসঙ্গে বলেনঃ এদের একজন প্রস্রাব করার ব্যাপারে অসতর্ক ছিল। আর অপর ব্যক্তি পর নিন্দা করে বেড়াত।
অতপর তিনি একটি সজীব গাছের ডাল (শাখা) চাইলেন এবং সেটাকে দু‘ভাগে ভাগ করে দুটি কবরে গেড়ে দিলেন।
সাহাবা-ই-কিরাম আরয করলেন, হে আল্লাহ্ রাসূল আপনি এরূপ করলেন কেন?
তিনি ইরশাদ করলেন, সম্ভবত এ দুটো শুকিয়ে যাওয়ারি আবধি তাদের শান্তি লঘব থাকবে।
এর ব্যাখ্যায় কোন কোন আলিম বলেছেন, তরতাজা গাছের ডালপালা আল্লাহ্ র যিকির ও পবিত্রতা বর্ণনা করে থাকে বিধায় তিনি শান্তি লাঘব হওয়ার প্রত্যাশায় এগুলো কবরে গেড়ে দিয়েছিলেন।
১৪ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে