ইসলাম ডেস্ক: সূরা আল কাহাফ পবিত্র কুরআনের ১৮তম সূরা। মক্কায় অবতীর্ণ এ সূরাটির আয়াত সংখ্যা ১১০। এ সূরার শানে নুযুলে বলা হয়েছে, রাসূলুল্লাহ (সা.)এর নবুওয়াত সঠিক কিনা তা জানার জন্য মক্কার কাফেররা দুই ব্যক্তিকে মদিনায় একজন ইহুদি পণ্ডিতের কাছে পাঠায়। ওই ইহুদিরা মহানবী (সা.) এর কাছে পৌঁছালে সূরাটি নাযিল হয়।
ফজিলত: যারা এই সূরা নিয়মিত পাঠ করবে তারা-
১। দাজ্জালের ফিত্না থেকে নিরাপদ থাকা যায়।
২। কিয়ামতের দিন একটি বিশেষ নূর বা আলো থাকবে।
৩। এক জুম'আ থেকে পরবর্তী জুম'আ পর্যন্ত আলো জ্বালানো হবে।
৪। মেঘের আকৃতিতে ফেরেশতাগণ তাকে আচ্ছাদিত করবে।
২৫ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর