এ প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন (হাশরের ময়দানে) বান্দা তার স্থানেই দাঁড়িয়ে থাকবে, যে পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করা হবে,
১। তোমার জীবনকাল কিরূপে অতিবাহিত করেছো?
২। তোমার জ্ঞান কি কাজে লাগিয়েছো?
৩। তোমার সম্পদ কোথা হতে অর্জন করেছো?
৪। অর্জিত সম্পদ কিসের মাধ্যমে খরচ করেছো?
৫। তোমার শরীর কিভাবে পুরানো করেছো?
(ইমাম তিরমিযী এ হাদিস নং ২৪১৭)
২৫ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর