আল্লাহ রাব্বুল আল আমীন পবিত্র কোরআনে বলেছেন, ‘যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্চিত- যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না।’ (সূরা- আল কালাম ৬৮: ১০-১১)
এ বিষয়ে মহানবী (সা.) বলেছেন, চোগলখোর ব্যক্তি কখনো আল্লাহ তা’য়ালার জান্নাতে প্রবেশ করবে না। (সহিহ মুসলিম ১/৪৫, হাদিস নং-১০৫)।
২৫ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর