রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:২৯:২৩

উমর (রা.)-এর শাসনামলের গুরুত্বপূর্ণ একটি শিক্ষনীয় ঘটনা

উমর (রা.)-এর শাসনামলের গুরুত্বপূর্ণ একটি শিক্ষনীয় ঘটনা

ইসলাম ডেস্ক: উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনীন, অর্ধ পৃথিবীর শাসক। ইনসাফের ব্যাপারে আপোষহীন উমার(রা) শাসনদন্ডকে ভয় করেন না এমন মানুষ নেই।


হযরত উমর (রা.) এর শাসন আমলে একদিন এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি সঙ্গে কোন দেহরক্ষী রাখেন না কেন? ওই লোকের প্রশ্নের জবাবে হযরত উমর (রা.) বললেন, ‘আমাকে রক্ষা করা জনগণের কাজ নয়, জনগণকে রক্ষা করাই আমার দায়িত্ব’।  

অপর একদিন দেখা গেল সেই উমর ইবনুল খাত্তাব ভারি একটি পানির মশক ঘাড়ে নিয়ে হাঁটছেন।
বিস্মিত, বিক্ষুব্ধ তাঁর পুত্র তাকে জিজ্ঞাসা করলেন, "কেন আপনি এরূপ করছেন?"
উমার (রা) বললেন, "আমরা মন অহংকার ও আত্মগরিমায় লিপ্ত হয়েছিলো, তাই ওকে আমি শায়েস্তা করার সিদ্ধান্ত নিয়েছি।"
উমার রাদিয়াল্লাহু আনহু ন্যায়দন্ডের রক্ষায় মানুষের ব্যাপারে যেমন কঠোর ছিলেন, তেমনি কঠোর ছিলেন নিজের ব্যাপারেও। [গ্রন্থঃ আমরা সেই সে জাতি –আবুল আসাদ ]
২৪ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে