ইসলাম ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি এই দোয়াটি তিন বার পড়বে সে দুনিয়া ও আকাশের দূযোর্গ থেকে হেফাজতে থাকবে।’ তাই মুসলমান হিসেবে ওই দোয়াটি অবশ্যই আমাদের জানা আবশ্যক। ছোট্ট ওই দোয়াটি হলো-
‘বিসমিল্লাহিল লাজি লা ইয়াদুর’রু মা’আস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামি’ই ওয়াহুয়া সামি’য়ুল আলিম’। (তিরমিজী শরীফ, খন্ড-২, পৃষ্ঠা-১৭৩)।
২৮ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর