ইসলাম ডেস্ক: কোন মুসলমান যদি মারা যায় তাহলে তাকে কবরে নামানোর পর বিশেষ দোয়া পাঠ করতে হয়। মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককেই সেই দোয়া জানা একান্ত প্রয়োজন। লাশ দাফনের সময় যে দোয়াটি পাঠ করতে হবে তা হলো-
ِﺔَّﻠِﻣ ﻰَﻠَﻋَﻭ ِﻪﻠﻟﺍ ِﻢْﺴِﺑ
ِﻪﻠﻟﺍ ِﻝْﻮُﺳَﺭ « ﻩﺍﻭﺭ –
ﺩﻭﺍﺩﻮﺑﺍ
অর্থ: “আল্লাহর নামে ও তার রাসূলের তরিকা অনুযায়ী এ লাশ দাফন করছি”। (আবু দাউদ)
এছাড়াও এর সাথে আল কোরআনের আয়াত পাঠ করাও সুন্নত। আয়াতটি হলো-
﴿ﺎَﻬﻴِﻓَﻭ ۡﻢُﻜَٰﻨۡﻘَﻠَﺧ ﺎَﻬۡﻨِﻣ
ۡﻢُﻜُﺟِﺮۡﺨُﻧ ﺎَﻬۡﻨِﻣَﻭ ۡﻢُﻛُﺪﻴِﻌُﻧ
﴾٥٥ ٰﻯَﺮۡﺧُﺃ ًﺓَﺭﺎَﺗ ]55:ﻪﻃ ]
অর্থ: “মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেব এবং এ মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব”। সূরা তা-হা: (৫৫)
২৭ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর