বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ০৯:০১:০১

জানেন যে দেশে সূর্য ডোবে না, সেখানে কিভাবে নামাজ আদায় হয়?

জানেন যে দেশে সূর্য ডোবে না, সেখানে কিভাবে নামাজ আদায় হয়?

ইসলাম ডেস্ক : নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। এটি আদায় করা ফরজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আবশ্যক। এছাড়া ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরে কিছু নফল নামাজও আছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, সময়মতো নামাজ পড়তেই হবে।

অনেকে জানতে চান, যেসব দেশে সূর্য ডোবে না, সেখানে নামাজ পড়বেন কীভাবে? এ জন্য ওই সব দেশসমূহের নামাজের  বিধান নিয়ে ফুকাহায়ে কেরাম গবেষণা ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত দিয়েছেন:

 যেসব এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাওয়া যায় না যেমন: সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই সূর্য উদয় হয়ে যায় বা অনেক দিন সূর্য উদয় হয় না বা অস্ত যায় না সেসব এলাকার মুসলমানদের উপরও প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং রমজান মাসে রোজা রাখা ফরজ। 
 
এসব এলাকায় নামাজ-রোজার সময় নির্ধারণের জন্য করণীয় হল, তাদের সবচেয়ে নিকটবর্তী যে এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাওয়া যায় সে এলাকার সময়ের সঙ্গে মিলিয়ে তারা নামাজ-রোজা আদায় করবেন। (আলমাজমু শরহুল মুহাযযাব ৩/৪৩; ফিকহুন নাওয়াযিল ২/১৫৪)

হজরত নাউয়াস ইবনে সামআন (রা.)-এর  সূত্রে বর্ণিত, একদা হজরত রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আবির্ভাব ও সে সময়ের ফেতনা নিয়ে আলোচনা করছিলেন। 
 
বর্ণনার একপর্যায়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চল্লিশ দিন অবস্থান করবে, এর প্রথম দিন এক বছর সমপরিমাণ, দ্বিতীয় দিন এক মাস সমপরিমাণ এবং তৃতীয় দিন এক সপ্তাহ সমপরিমাণ, আর বাকী দিনগুলো সাধারণ দিনসমূহের ন্যায়। 
 
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন,  হে আল্লাহর রসুল! এক বছর সমপরিমাণ দিনে কি আমাদের এক রাত-দিনের পরিমাণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই কি যথেষ্ট হবে? রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তা সময় হিসাব করে পূর্ণ এক বছরের নামাজই আদায় করতে হবে। (মুসলিম: ২৯৩৭; আবু দাউদ: ৪৩২১)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে