হজ্জের রোকন চারটি:
কোন রোকন ছেড়ে দিলে হজ্জ হবে না।
১. এহরাম বাঁধা।
২. অকুপে আরাফায় অবস্থান করা।
৩. তাওয়াফে এফাদা।
৪. সাঈ করা।
হজ্জের ওয়াজিব সাতটি: কোন ওয়াজিব ছেড়ে দিলে দম দিতে হবে।
১. মীকাত থেকে এহরাম বাঁধা।
২. সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা।
৩. মোযদালেফায় রাত যাপন।
৪. আইয়ামে তাশরীকে মিনায় রাত যাপন।
৫. জামরায় কংকর নিক্ষেপ।
৬. মাথার চুল মুন্ডন বা ছোট করা। এবং
৭. বিদায়ী তওয়াফ।
মক্কায় বকরী জবেহ করে গরীবদের মাধ্যে বিলি করতে হবে এবং নিজেও খেতে পারবে।
১৭আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/জই/আআজু