রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩২:৩৯

হজের রোকন ও ওয়াজিব কাজগুলো

হজের রোকন ও ওয়াজিব কাজগুলো

ইসলাম ডেস্ক: যেই সকল কাজগুলো অবশ্যই করতে হবে এবং এই কাজগুলো ছেড়ে দিলে কোন ভাবেই হজ্জ হবে না। সেই সকল কাজগুলােকে হজ্জের রোকন বলাহয়। এবং হজ্জের ওয়াজিব কাজগুলোর মধ্যে যে কোন একটি ছেড়ে দিলে একটি দম দিতে হবে। তার অর্থ হলো একটি দুম্বা অথবা একটি ছাগল জবাই করে গরীব মেসকিনদের মাঝে বিলি করে দিতে হবে।


হজ্জের রোকন চারটি:
কোন রোকন ছেড়ে দিলে হজ্জ হবে না।
১. এহরাম বাঁধা।
২. অকুপে আরাফায় অবস্থান করা।
৩. তাওয়াফে এফাদা।
৪. সাঈ করা।

হজ্জের ওয়াজিব সাতটি: কোন ওয়াজিব ছেড়ে দিলে দম দিতে হবে।
১. মীকাত থেকে এহরাম বাঁধা।
২. সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করা।
৩. মোযদালেফায় রাত যাপন।
৪. আইয়ামে তাশরীকে মিনায় রাত যাপন।
৫. জামরায় কংকর নিক্ষেপ।
৬. মাথার চুল মুন্ডন বা ছোট করা। এবং
৭. বিদায়ী তওয়াফ।

মক্কায় বকরী জবেহ করে গরীবদের মাধ্যে বিলি করতে হবে এবং নিজেও খেতে পারবে।
১৭আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/জই/আআজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে