সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৩:৪২:১৯

'আসমাউল হুসনা'র তাৎপর্য

'আসমাউল হুসনা'র তাৎপর্য

ইসলাম ডেস্ক: 'আসমাউল হুসনা' কথাটি আরবি। 'আসমা' হলো 'ইসম' এর বহুচন; ইসম অর্থ নাম, আসমা অর্থ হলো নামগুলো। আল হুসনা অর্থ সুন্দরতম। অতএব আসমাউল হুসনা অর্থ হলো 'আল্লাহ তায়ালার সুন্দরতম নামগুলো'। পরিভাষায় আসমাউল হুসনা বলা হয় আল্লাহ তায়ালার ৯৯ নামকে, যেগুলো হাদিসে একসঙ্গে উল্লিখিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, 'আল্লাহ তায়ালার ৯৯টি নাম রয়েছে; যে ব্যক্তি এ নামগুলো স্মরণে রাখবে, সে জান্নাতে প্রবেশ করবে।' (বোখারি, মুসলিম ও তিরমিজি)। কোরআনুল কারিমে আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।' (সূরা মোমিন : ৬০)। আল্লাহ তায়ালা আরও বলেন, 'হে নবী (সা.), আপনি বলুন, তোমরা আল্লাহকে ডাক অথবা দয়াময় রহমানকে ডাক, তাঁকে যে নামেই ডাক না কেন (তিনি সাড়া দেবেন); আল্লাহর রয়েছে সুন্দরতম নামসমূহ।' (সূরা বনি ইসরাইল : ১১০)। আসমাউল হুসনা পড়ার পর দোয়া করলে সে দোয়া কবুল হয়। আসমাউল হুসনা হলো, আল্লাহ তায়ালার গুণবাচক নামসমূহ। প্রত্যেকটি নামের একটি সুন্দর অর্থ, গুণ ও শিক্ষা রয়েছে। যদি বান্দা নিজেকে আল্লাহ তায়ালার ওই গুণাবলিতে গুণান্বিত করে তাহলে সে তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এ ৯৯টি নাম ছাড়াও আল্লাহ তায়ালার আরও গুণবাচক নাম রয়েছে; তবে এ ৯৯টিই প্রসিদ্ধ। ১৪ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে