রমজানের অনেকগুলো ইবাদতের মধ্যে তেমনি এক ইবাদতের নাম ইতিকাফ। তবে অনেক সময় দেখা যায় বড় মানুষরা ইতিকাফে না বসে ছোট বা নাবালেগরা ইতেকাফ করে। কিন্ত আসলে কোন ধরণের ব্যক্তিদের ইতেকাফ করার কথা বলা আছে? চলুন তা জেনে নিই-
‘মূলত বুঝমান নাবালেগের ইতিকাফ সহিহ। তবে প্রাপ্তবয়স্কদের মধ্য থেকেই ইতিকাফে বসা উচিত। কেননা রমজানের শেষ দশকের ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। রাসুলুল্লাহ (সা.) তা গুরুত্বসহকারে আদায় করতেন। তাই এ ব্যাপারে উদাসীনতা মোটেই ভালো নয়। আর নাবালেগ ছেলেরা ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ এই ইবাদতের মূল্যায়ন করতে ও এর প্রকৃত গুরুত্ব অনুধাবন করতে সক্ষম না হওয়াই স্বাভাবিক’। (বাদায়েউস সানায়ে ২/২৭৪; আলবাহরুর রায়েক ২/২৯৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২১১; রদ্দুল মুহতার ১/৫৭৭)
তাই বলা যায়, নাবালেগদের পাশাপাশি সাবালোক বা সিনিয়র ব্যক্তিসহ সবাইকেই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে জন্য ইতিকাফের মতো বিশেষ ইবাদত করা উচিত।