ইসলাম ডেস্ক: কোরবানি হলো আল্লাহর নৈকট্য বা সন্তুষ্টি লাভের আশায় বিশেষ পদ্ধতিতে কোনো বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। প্রিয়তমের জন্য প্রিয় বস্তু বা বিষয় উৎসর্গকরণ বা বিসর্জন দেওয়াই কোরবানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন: ‘তোমরা কখনো প্রকৃত পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তা ব্যয় করবে, যা তোমরা ভালোবাসো। তোমরা যা ব্যয় করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত’ (সুরা-৩ আলে ইমরান, আয়াত: ৯২)।
কোরবানির পশু জবাই করার নিয়ম: ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে ধারালো অস্ত্র দ্বারা সযত্নে জবাই করবেন। জবাইয়ের সময় কোরবানিদাতাদের নাম বলা বা পড়ার প্রয়োজন নেই। নাম না বললে বা ভুল বললেও সঠিক কোরবানিদাতার পক্ষেই কবুল হবে। জবাইয়ের পর দোয়া- ‘আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি/মিন্না/মিনহু/মিনহুম।’ অর্থ: ‘হে আল্লাহ আমার বা আমাদের অথবা তার বা তাদের পক্ষ থেকে কবুল করুন। আমিন।’
যেকোনো মুসলিম নারী ও পুরুষ কোরবানির পশু জবাই করতে পারেন। কোরবানি নিজে জবাই করা উত্তম। না পারলে কাউকে দিয়ে জবাই করাতে পারেন। জবাইয়ের সময় উপস্থিত থাকতে পারলে ভালো। জবাইয়ের দোয়া পড়া সুন্নত, দোয়া না জানলে বা না পড়লেও কোরবানি হয়ে যাবে। অন্যকে দিয়ে জবাই করালে তার চাহিদামতো হাদিয়া দিয়ে তাকে খুশি করতে হবে।