ইসলাম ডেস্ক: আল্লাহ্ মহান। এই সুন্দর দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ্। তিনিই আমাদের একমাত্র ভরসা। আল্লাহ বান্দার প্রতি ক্ষ'মাশীল। বিভিন্ন বিপদে-আপদে আমদের সবারই উচিৎ আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের খালি হাতে ফেরান না।
বর্তমানে বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরা'স। এই মর'ণব্যা'ধি থেকে রক্ষা পেতে আল্লাহর দরবারে প্রার্থনা করা ‘উচিৎ’।
হাদিস অনুসারে, মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়। পাপিষ্ঠ ফেরাউনকে আল্লাহ তায়ালা তখনই ধরেছেন, যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। নমরুদকে আল্লাহ তায়ালা তখনই শাস্তি দিয়েছেন, যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে।
এবার আসুন জেনে নিই, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে একজন মুমিনের করণীয়:
(১) হাদিসে বর্ণিত মহামারির কারণগুলো চিহ্নিত করে সেগুলো প্রতিকা'রের চেষ্টা চালানো। সুতরাং শুধু চীনই নয়, প্রতিটি দেশ ও জাতির সচেতন হওয়ার সময় এসেছে। (২) বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা। কারণ তাওবা বালা-মুসিবত দূর করে দেয়। (৩) আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকবে।
আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে করোনাভাইরা'স থেকে রক্ষা পেতে সাহায্য করুন। আমিন।