শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৫:৫৪

করোনা ভাইরাস: কুরআনে বর্ণিত মহা'মারী থেকে বাঁচার দোয়া

করোনা ভাইরাস: কুরআনে বর্ণিত মহা'মারী থেকে বাঁচার দোয়া

ইসলাম ডেস্ক : চীনে করোনা ভাই'রাসে মৃ'তের সংখ্যা বেড়ে ২৬৩ জনে দাঁড়িয়েছে। গতকালের চেয়ে এ সংখ্যা বেশি ৬০ জন। এর মধ্যে এ ভাই'রাসের কেন্দ্রস্থল শুধু উহান শহরেই মা'রা গেছে ১৯০ জন। বাকিগুলো চীনের অন্যান্য শহরে। এছাড়া পুরো চীনে এ ভাইরাসে আ'ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০০০ জনে। 

উহান শহরে এ সংখ্যা ৪৫৮৬ জন। ক্রমেই এর প্রা'দুর্ভাব ছড়িয়ে পড়ছে চীনের সর্বত্রই। এদিকে দেড় হাজার বছর পূর্বের হাদীস কিভাবে মিলে গেল আজ চীনে। করোনা ভাইরাস আমাদের দেশেও ছড়াতে পারে, সারা বিশ্বে মা'রা যেতে পারে ৬ কোটি মানুষ।

জেনে নিন আত্মরক্ষার দুটি দোয়া- اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّءِ الأَسْقَامِ অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধ'বল, উ'ন্মা'দ, কু'ষ্ঠরোগ এবং সকল প্রকার ক'ঠিন ব্যা'ধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাঊদ, তিরমিজী)

اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَالأَدْوَاءِ অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট দু'শ্চ'রিত্র, অসৎ কর্ম, কু'প্র'বৃত্তি এবং ক'ঠিন রো'গসমূহ থেকে আশ্রয় চাচ্ছি। (তিরমিজী)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে