ইসলাম ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র যখন মুসলিম বিশ্বের নানাস্থানে অমানবিক হ'ত্যায'জ্ঞ চালাচ্ছে, নারী, শিশু, বৃদ্ধ, রো'গী কেউ তাদের হা'মলা থেকে রেহাই পাচ্ছে না। যখন তারা নির্বি'চারে হাসপাতালে, কিন্ডারগার্ডেনে, বরযাত্রীর ওপর, মসজিদ ও হেফজখানায় বো'মা ব'র্ষ'ণ করছে, তখন সারা মুসলিম বিশ্বে অসহায় মুসলিমরা কুনুতে নাজেলা পড়েছেন।
দুনিয়ার মানুষ কেবল দোয়া করেছে। মুজাহিদরা জিহাদ চালিয়ে শেষ পর্যন্ত তাদের গর্বকে খ'র্ব করবে তখন আল্লাহর সৈনিকরা-এর প্রতিউত্তর দিবে। কেনিয়া ও পাকিস্তানে ফসলের ক্ষেতে পঙ্গপালের যে আ'ক্রমণ তা এখন গোটা দেশকে আ'চ্ছন্ন করে ফেলছে। অস্ট্রেলিয়ায় কেয়ামত সদৃশ দা'বানল পৃথিবীবাসীকে হত'বাক করে দিয়েছে। যুক্তরাষ্ট্রে গত বিশ বছরে বড় বড় ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা তাদের সাজানো জীবনযাত্রাকে বার বার তছনছ করেছে।
বর্তমানে চলছে চীনসহ বিশ্বের বহু রাষ্ট্রে করোনা আ'ত'ঙ্ক। একটি শহরেই দুই কোটি মানুষ পৃথিবী থেকে বি'চ্ছি'ন্ন। অসহায়ের মতো বহু মানুষ মৃ'ত্যুর কোলে ঢলে পড়ছে। তাদের লা'শ নেয়ার লোকেরা ভী'ত স'ন্ত্র'স্ত। চীনের সাথে যোগাযোগ ব'ন্ধ হয়ে যাচ্ছে বহু দেশের। দক্ষিণ কোরিয়ায় এ আ'ত'ঙ্ক ছড়াচ্ছে।
চীনের ৩৪টি প্রদেশই আ'ত'ঙ্কের আওতায় এসে গেছে। ঈমানদাররা এসবে যত না ভয় পায়, তারচেয়ে বেশি ঈমানী উপল'ব্ধি তাদের বাড়ে। গু'নাহ খাতা থেকে তারা তওবা করে। জীবন মৃ'ত্যু আল্লাহর হাতে এ বিশ্বাস থাকায় তাদের ততটা অস'হায় বোধ হয় না। সম'স্যা হয় অবিশ্বাসী নাস্তিকদের। তাদের জন্য এসব নিদর্শন আল্লাহর অপরিসীম শক্তি ও ক্ষম'তার নিদর্শন। তাদের প্রতি এসব আল্লাহর স'ত'র্কবাণী।