মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ০২:১০:৪৯

করোনাভাইরাস : নীরবে কাঁদছে উত্তর কোরিয়া

করোনাভাইরাস : নীরবে কাঁদছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রা'ন্ত হওয়া কিংবা মা'রা যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি উত্তর কোরিয়া। কিন্তু চীনের এই ভাইরাস উত্তর কোরিয়ায় ঢু'কে পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে উঠে এসেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পরমাণু গবেষণায় ব্যস্ত উত্তর কোরিয়ায় করোনাভাইরাস ছ'ড়িয়ে গেলে, তা নিয়'ন্ত্রণের বা'ইরে চলে যাবে।এদিকে চলতি বছর সেভাবে উত্তর কোরিয়া পরমাণু নিয়ে কোনো ধ'রনের হ'ম্বিত'ম্বি করেনি। আর করোনাভাইরাসের প্রকো'প শুরু হয়েছে গত বছরের ডিসেম্বরের শেষের দিক থেকে।

এরই মধ্যে অন্তত ৯১০ জন মা'রা গেছে চীনে। এছাড়া ৪০ হাজার চারশ ১৬ জন আক্রা'ন্ত হয়েছেন। করোনাভাইরাস ছ'ড়িয়ে গেছে বিশ্বের অন্তত ২৪টি দেশে।

অন্যদিকে চীনের সঙ্গে আটশ ৮০ কিলোমিটার সীমা'ন্ত রয়েছে উত্তর কোরিয়ার। সে কারণে উত্তর কোরিয়ার সীমা'ন্ত র'ক্ষীরাও এক ধরনের ভ'য়ের মধ্যে আছেন। কারণ, স্বল্প সময়ের মধ্যেই করোনাভাইরাসে আক্রা'ন্তের ঘটনা ঘটছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রা'ন্ত হলে সে'রে ওঠার কোনো ভ্যাক'সিন আবিষ্কার হয়নি।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রা'ন্ত হয়ে মা'রা যাওয়া ব্যক্তিদের দেহ দ্রু'ত সৎ'কারের এবং সেই ত'থ্য গো'পনের নির্দেশ রয়েছে।

সিউলভিত্তিক গণমাধ্যম ডেইলি এনকে বলছে, সিনুইজু এলাকায় মানুষ মা'রা গেছে। প্রথমে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি মা'রা গেছেন। করোনাভাইরাসের যেসব লক্ষ'ণ রয়েছে, মা'রা যাওয়া ওই ব্যক্তি সে ধ'রনের সম'স্যায় ভু'গেছেন।একই হাসপাতালে আরো দু'জন মা'রা গেছেন দুই দিন পর। পাশের অন্য এক হাসপাতালেও মা'রা গেছেন দু'জন।

উত্তর কোরিয়া করোনাভাইরাসকে কে'ন্দ্র করে চর'ম ভ'য়ে আছে। বিশেষ করে নিজেদের ওষুধের স্ব'ল্পতা এবং অন্যান্য সরঞ্জামের ঘা'টতির কারণে আত'ঙ্কের মধ্যে দিন পার করছে সে দেশের সর্বস্তরের জনগণ।করোনাভাইরাস সে দেশে ছড়িয়ে পড়লে মৃত্যু ঝুঁ'কিতে পড়বে অন্তত আড়াই কোটি মানুষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে