শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ০৩:৪২:৪৮

সুমধুর কণ্ঠে ল্যাম্প পোস্টের আলোয় কুরআন তেলাওয়াত করছেন এক বৃদ্ধা

সুমধুর কণ্ঠে ল্যাম্প পোস্টের আলোয় কুরআন তেলাওয়াত করছেন এক বৃদ্ধা

ইসলাম ডেস্ক: কুরআন মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ।একজন মুসলমান হিসেবে অবশ্যই আমাদের কুরআন পড়া উচিৎ। যুগ যুগ ধ'রে বহু মানুষ কোরআনের তেলাওয়াত করে যাচ্ছেন। তারই ধা'রাবি'কতায় এবার ল্যাম্প পোস্টের আলোয় কুরআন তেলাওয়াত করছেন এক বৃদ্ধা।

সম্প্রতি,ময়মনসিংহ নগরীর চর পাড়া এলাকায় প্রবীণ এক নারী ল্যাম্প পো'স্টের আলোয় কুরআন তেলাওয়াত করা নিয়ে বেশ আ'লো'ড়'ন সৃ'ষ্টি হয়েছে। তার সুমধুর কোরআন তেলাওয়াত মু'গ্ধ করেছেন পথচারীদের। প্রবীন এই নারীর সুমধুর ক'ণ্ঠে কুরআন তেলাওয়াত অ'নু'প্রা'ণিত করেছে ধর্মপ্রাণ মানুষকে।

সোমবার (৯ মার্চ) রাতে একজন ওই বৃদ্ধার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) পোস্ট করেন। পোস্ট দেয়ার সাথে সাথে বেশ আ'লো'ড়'ন সৃ'ষ্টি হয়।আরও পড়ুন: আল্লাহ তিন ধরনের লোকের দোয়া ফিরিয়ে দেন না

ফেসবুক পোস্টে তিনি লিখেন, সেদিন রাত ১২ টার সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটা রো'গীকে র'ক্ত দা'ন করে ফুটওভার ব্রি'জ হয়ে আসার সময় হ'ঠাৎ বৃদ্ধার ক'ণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে পেলাম। সামনে তাকাতেই দেখলাম একজন বয়স্ক মহিলা ওভার ব্রিজের উপরে ল্যাম্প পোস্টের নিচে রাস্তার লাইটের আলোতে শু'দ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করছেন। তবে প্রবীন এই নারীর পরিচয় প্র'কা'শ করেননি তিনি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ওই বৃদ্ধার মত আরও অনেককে কুরআন পড়ার তাওফিক দান করুন। আমিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে