ইসলাম ডেস্ক: বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনা ভাইরাস। দিনদিন এই ভাইরাসে মৃ’তের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃ’ত্যু হয়েছে ৩ হাজার ২৮৫ জনের। বিভিন্ন দেশে দেড় লক্ষ মানুষ এ ভাইরাসে আ’ক্রা'ন্ত হয়েছে। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩ হাজার ৬৮৮ জন। ইতোমধ্যে বাংলাদেশে করোনাভাইরাসে আ’ক্রা'ন্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে।
এমতাবস্তায়, সৌদি আরব করোনাভাইরাস প্র'তিরো'ধে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থান কাবা শরীফে জনসমাগম নি'ষি'দ্ধ করেছে। প্রতিদিন অসংখ্য মানুষ যে ঘরটিকে তাওয়াফ করতো সেখানে এখন সুনসান নীরবতা। সেখানে পরিচ্ছন্নতাকর্মী ছাড়া পুরো ফাঁকা মসজিদুল হারাম।
এমন অবস্থায় কাবা ঘরের ওপর দিয়ে এক ঝাঁক পাখির চ'ক্রাকারে উড়ার ভি'ডিও ভাই'রাল হয়েছে। ভি'ডিওতে দেখা গেছে, রাতের আকাশে উড়ন্ত পাখিগুলোর শরীরে আলো পড়ে ঝকঝক করছে।
ভি'ডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মন্তব্য কাবা ঘরে মানুষের তাওয়াফ কমে গেছে। কিন্তু আল্লাহর কুদরতে পাখিগুলো কাবা ঘর তাওয়াফ করছে।