সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৬:১২

যে কারণে রোজা না রাখলে পরে কাযা আদায় করতে হয়

ইসলাম ডেস্ক: চলছে পবিত্র রমজান মাস। এই মাসের ফজিলত এবং গুরুত্ব ইসলামে সবচেয়ে বেশি। তাই ধর্মপ্রাণ মুসলমানেরা এই মাসে রোজা রাখার পাশাপাশি নামাজ, কোরআন তেলওয়াতসহ বিভিন্ন জিকির আজগারে ব্যস্ত থাকেন। কিন্তু রোজা রাখার এই মাসে অনেকেই বিভিন্ন অসুবিধা কারণে রোজা রাখতে পারেন না। এই সকল মুসলমানদের পরে অবশ্য কাযা আদায়ের কথা বলা হয়েছে। যাদের কাযা আদায় করতে হবে তারা হলেন-

১। কোনো অসুখের কারণে রোযা রাখার শক্তি হারিয়ে ফেললে অথবা অসুখ বৃদ্ধির ভয় হলে। তবে পরে তা কাযা করতে হবে।
২। গর্ভবতী স্ত্রী লোকের সন্তান বা নিজের প্রাণ নাশের আশঙ্কা হলে রোজা ভঙ্গ করা বৈধ তবে কাযা করে দিতে হবে।
৩। যেসব স্ত্রী লোক নিজের বা অপরের সন্তানকে দুধ পান করান রোজা রাখার ফলে যদি দুধ না আসে তবে রোজা না রাখার  অনুমতি আছে কিন্তু পরে কাযা আদায় করতে হবে।
৪। শরিয়তসম্মত মুসাফির অবস্থায় রোযা না রাখার অনুমতি আছে। তবে রাখাই উত্তম।
৫। কেউ হত্যার হুমকি দিলে রোযা ভঙ্গের অনুমতি আছে। পরে এর কাযা করতে হবে।
৬। কোনো রোগীর ক্ষুধা বা পিপাসা এমন পর্যায়ে চলে গেল এবং কোনো দ্বীনদার মুসলিম চিকিৎসকের মতে রোজা ভঙ্গ না করলে তখন মৃত্যুর আশঙ্কা আছে। তবে রোযা ভঙ্গ করা ওয়াজিব। পরে তা কাযা করতে হবে।
৭। হায়েজ-নেফাসগ্রস্ত (বিশেষ সময়ে) নারীদের জন্য রোজা রাখা জায়েজ নয়। পরবর্তীতে কাযা করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে