রবিবার, ২৩ আগস্ট, ২০২০, ১২:০৪:৪১

মসজিদে আকসায় আরব আমিরাতের নামাজ আদায়কে হা'রাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের গ্যান্ড মুফতি

 মসজিদে আকসায় আরব আমিরাতের নামাজ আদায়কে হা'রাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের গ্যান্ড মুফতি

ইসলাম ডেস্ক: মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসা। এ মসজিদে আরব আমিরাতের নামাজ আদায়কে হা'রাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের গ্যান্ড মুফতি শায়খ মুহাম্মাদ হুসাইন। খবর মিডলইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি।

সংযু'ক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে কূ'টনৈতিক সম্পর্ক স্থাপন করার পর থেকে বিশ্বজু'ড়ে ব্যা'পক তো'লপা'ড় সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইসলাইলের সঙ্গে সংযু'ক্ত আরব আমিরাতের চুক্তি সম্প'র্কিত ঘট'নার পর মসজিদে আকসায় নামাজ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মাদ হুসাইন।

এক বিবৃতিতে তিনি জানান, '২০১৪ সালে জা'রি করা এক ফতোয়া অনুযায়ী সংযু'ক্ত আরব আমিরাতের জন্য মসজিদে আকসায় নামাজ পড়া শরয়ীভাবে পু'রোপুরি হা'রাম।' ফতোয়া সম্পর্কে শায়খ হুসাইন বলেন, স্বাভাবিকভাবে নির্দিষ্ট নিয়ম মেনে আল-আকসা মসজিদ ও জেরুজালেম পরিদর্শনের অনুমতি রয়েছে। আর মসজিদে আকসায় শুধু ওইসব মুসলমান নামাজ আদায় করতে পারেন যারা ইসলামি শরীয়াহ মান্য করেন।

স্বাভাবিকভাবে আরব আমিরাতের মসজিদে আকসায় নামাজ পড়া আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির ঘোষণার পর আমিরাতের লোকদের মসজিদে আকসায় নামাজ পড়া এক কথা নয়। যারা ইসরাইলের সঙ্গে ব'ন্ধুত্ব স্থা'পন করে পবিত্র এই মসজিদে নামাজ পড়বে, তাদের নামাজ শু'দ্ধ হবে না।

গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মাদ হুসাইন আরও বলেন, মসজিদে আকসায়ন নামাজ পড়া সেসব মুসলমানদের জন্য বৈধ, যারা ফিলিস্তিনি ভুখ'ণ্ড হয়ে মসজিদে আকসায় যাবে। ফিলিস্তিনিদের ভালবাসে এবং আল আকসার স্বাধীনতার জন্য সং'গ্রাম করে তাদের জন্য মসজিদে আকসা উ'ন্মুক্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে