ইসলাম ডেস্ক : রমজান আত্মার পরিশুদ্ধতার মাস। আর একদিন পরই রোজা। সেই রোজাই কারো কারো জন্য হয়ে ওঠে অপেক্ষাকৃত কঠিন আবার কারো জন্য অনেক সহজ। সময়ের তারতম্যে এমনটি হয়ে থাকে। কিন্তু এ থেকে পিছপা হওয়ার কোনো কারণ নেই। ধর্য্যশক্তিতে অটুট মুসলমানরা।
রোজা পালন হয় সূর্যের অবস্থানের ভিত্তিতে। সূর্যোদয়ের আগে সেহরি খেয়ে নিতে হয়। সূর্যাস্তের পর ইফতার করতে হয়। সেহরি সেরে ফজরের নামাজ আদায়। দিন শেষে মাগরিবের ওয়াক্ত। মাগরিবের আজান শুনে ইফতার করতে হয়। ইফতার খেয়েই নামাজ আদায়। এটাই ইসলামের বিধান।
প্রকৃতির খেয়ালে সূর্যের অবস্থানের ভিত্তিতে বিশ্বের একেক দেশে রোজার সময় কম বেশি হয়। ভৌগলিক অবস্থানের ওপর নির্ভর করে। তার ভিত্তিতেই নির্ধারিত হয় সময়। এতে তৈরি হয় সময়ের হেরফেরও। বিশ্বের কোথাও ২২ ঘণ্টা আবার কোথাও ১০ ঘণ্টারও কম সময়।
বিশ্বের অনেক দেশেই ১৮ জুন প্রথম রমজান। ওইদিন আইসল্যান্ডে দিনের আলো ২২ ঘণ্টার। দেশটির মুসলমানরা সর্বোচ্চ কষ্টসাধ্যে রোজা রাখবেন। ইসলামের এই বিশ্বাসকে অটুট রাখতে দুঃসহনীয় ক্ষুধার জ্বালার বিরুদ্ধে লড়বেন তারা। আর দিনের আলো সবচেয়ে কম সময় ধরে থাকবে চিলিতে। দেশটিতে ১৮ জুন রোজার সময় ৯ ঘণ্টা ৪৩ মিনিট।