ইসলাম ডেস্ক: ফ্রান্সের 'শার্লি এবদো' পত্রিকায় মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে ব্য'ঙ্গাত্মক কার্টুন প্রকাশের ক'ঠোর হু'শিয়ারী জানিয়েছে তুরস্ক।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি একসয় বলেছেন, 'শার্লি এবদো' ম্যাগাজিনের উ'সকানিমূ'লক পদক্ষে'পের বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যে ব্যাখ্যা দিচ্ছেন তা পুরোপুরি অগ্রহণযোগ্য। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, গণমাধ্যম ও বাক স্বাধীনতার কথা বলে মুসলমানদের প্রতি এ ধরণের অবমাননাকে ব্যাখ্যা করা যাবে না। এতে বলা হয়েছে, ফ্রান্সসহ ইউরোপের ফ্যাসিস্ট ও বর্ণবাদী গোষ্ঠীগুলো মুক্তচিন্তার কথা বলে অন্যদের অধিকার ল'ঙ্ঘন করছে এবং ইসলামভীতি ছ'ড়িয়ে দিচ্ছে। তারা বি'দ্বেষ উ'সকে দিচ্ছে।
গত মঙ্গলবার বিশ্ব শান্তির দূত মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে নিয়ে আবারও ব্যঙ্গা'ত্মক কা'র্টুন প্রকাশ করেছে বিতর্কি'ত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ২০১৫ সালে যে কার্টুনগুলো প্রকাশ করেছিল সেগুলোই আবার প্রকাশ করেছে তারা।