ইসলাম ডেস্ক : জাহান্নামিরা জান্নাতিদের ডেকে বলবে, ‘আমাদের ওপর সামান্য পানি নিক্ষেপ করো অথবা আল্লাহ জীবিকারূপে তোমাদের যা দিয়েছেন, তা থেকেই কিছু দাও।’
উত্তরে জান্নাতিরা বলবে, ‘আল্লাহ এ উভয় বস্তু অবিশ্বাসীদের জন্য নিষিদ্ধ করেছেন।’
আলোচ্য আয়াতে আল্লাহ তায়ালা জাহান্নামিদের দুঃখ, দুর্দশা ও দুর্গতির অবস্থার বর্ণনা দিচ্ছেন এবং পাপীদের হুঁশিয়ার করে বলছেন যে জাহান্নামিরা ক্ষুধা-পিপাসায় অতিষ্ঠ হয়ে কাতর কণ্ঠে জান্নাতিদের কাছে পানি ও খাবার ভিক্ষা চাইবে, কিন্তু তারা ভিক্ষা দেবে না।
হজরত সাইদ ইবনে জুবায়ের (রা.) থেকে বর্ণিত আছে, জাহান্নামি ব্যক্তি তার জান্নাতি ভাই বা পিতাকে বলবে, ‘জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাচ্ছি, ওপর থেকে কিছু পানি ঢেলে দাও।’
এর জবাবে তারা বলবে, ‘জান্নাতের দানাপানি জাহান্নামিদের জন্য নিষিদ্ধ।’
হজরত ইবনে আব্বাস (রা.)-কে প্রশ্ন করা হয়েছে, ‘কোন দান সর্বাপেক্ষা উত্তম?’
উত্তরে তিনি বললেন, রাসুল (সা.) বলেছেন, ‘উত্তম দান হলো পানি। তোমরা কি শোননি যে জাহান্নামিরা জান্নাতিদের কাছে প্রথমে পানি, তারপর খাদ্য ভিক্ষা চাইবে।