রবিবার, ০৩ জানুয়ারী, ২০১৬, ০৫:৪৭:২০

জেনে নিন, হিজড়া সন্তান সম্পর্কে পবিত্র কোরআনের ব্যাখ্যা

জেনে নিন, হিজড়া সন্তান সম্পর্কে পবিত্র কোরআনের ব্যাখ্যা

ইসলাম ডেস্ক: বাংলাদেশ তৃতীয় লিঙ্গ বা হিজড়া সংখ্যা এখন প্রায় ৫০ হাজার। আর পুরো পৃথিবীর অংকটা আরো বেশি। মহান আল্লাহ তায়ালা কণ্যা সন্তান ও ছেলে সন্তান সৃষ্টির পাশাপাশি হিজরাদেরও সৃষ্টি করেছেন।

কিন্তু আল্লাহ পাক হিজরাদের কেন সৃষ্টি করেছেন? এই প্রশ্নের ব্যাখ্যা মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইল ও সূরা আল রাহমানের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, যে মানুষ যেন তার ঋতুচক্র চলার সময় শয়তান ওই অপবিত্র স্থানে অবস্থান করে।

তখন যদি কোন পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গে সংগম করে তাহলে ওই ব্যক্তির স্ত্রী শয়তান দারা গর্ববতী হয় এবং সে হিজড়া সন্তান প্রসব করে। (মানুষ ও জীন এর যৌথ মিলনজাত সন্তানকে ইসলাম এ বলা হয় “খুন্নাস”)। (সূরা বনী ইসরাইল, আর রাহমান-৫৪)

এমটিনিউজ২৪/জুবায়ের রাসেল/এম,জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে