রাতের কিছু কুসংস্কারের ইসলামী ব্যাখ্যা
ইসলাম ডেস্ক : আমাদের সমাজে নানা ধরণের কুসংস্কার রয়েছে। এর মধ্যে কিছু ধর্মীয়, কিছু সামাজিক কুসংস্কার। এই সব ধারণা বহুদিন থেকে চলে আসছে। ফলে অনেক কুসসংস্কার এখন বিশ্বাসে পরিণত হচ্ছে। এতে ধর্মীয় ভাবগাম্ভীর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি সামাজিক নানা ধরণের সমস্যা তৈরি হচ্ছে। এমনি কিছু কুসংস্কার নিয়ে 'রাতে যা যা করা করতে মানা!'।
১. রাতে বাঁশ কাটা যাবে না।
২. রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না।
৩. রাতে নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটা যাবে না।
৪. রাতে কোনো প্রকার ফল-ফসল তোলা যাবে না ইত্যাদি।
মাসিক আল কাউসার পত্রিকায় এ নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অনেক এলাকার মানুষের মাঝেই এগুলো এবং রাতকেন্দ্রিক এরকম আরো কিছু বিষয়ের প্রচলন রয়েছে। কিন্তু এসব মনগড়া কথা, শরিয়তে এর কোনো ভিত্তি নেই। কুরআন-হাদীসের কোথাও এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং এ ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না। এগুলো মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। কারো যদি দাফন ইত্যাদি কাজের জন্য রাতেই বাঁশ কাটার প্রয়োজন হয়, তিনি কি তাহলে সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? এরকম অমূলক ধারণার কারণে দেখা যাবে তিনি বেশ চিন্তিত হবেন। তেমনি কারো যদি রাতে গাছ থেকে কোনো ফল বা কোনো সবজি তোলার প্রয়োজন হয়, তাহলে কি তিনি সকাল পর্যন্ত অপেক্ষা করবেন? এসব প্রচলিত কুসংস্কার থেকে বিরত থাকা উচিত।
০৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�