সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:৫৮:২৯

যে ১৩টি ফরজ ছুটে গেলে নামাজই হবে না

যে ১৩টি ফরজ ছুটে গেলে নামাজই হবে না

ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মে সবচেয়ে জরুরী এবং বাধ্যতা মূলক ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া কেউ কোন দিন জান্নাতে প্রবেশ করবে না। তাই সঠিক ভাবে নামাজ আদায় করতে হবে। তা না হলে আমল করে শোয়াব পাওয়া যাবে না। তাই জেনে নিন জরুরী ১৩টি বিষয়, যা ছুটে গেলে নামাজেই হবে না।

 

নামাজের ভেতরে রয়েছে ৭টি ফরজ-
১. নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে তাকবির বলা।
২. দাঁড়িয়ে নামাজ আদায় করা।
৩. কোরানের আয়াত পাঠ করা। কমপক্ষে এক আয়াত পরিমাণ।
৪. রুকু করা
৫. প্রতি রাকাতে দুই সেজদা করা।
৬. শেষ বৈঠক।
৭. ডানে-বাঁমে দুই সালাম দেওয়া।

নামাজে বাইরের ৬টি ফরয আছে। সেগুলো হলো-
১. শরীর পবিত্র হওয়া : অজুর প্রয়োজন হলে অজু, গোসলের প্রয়োজন হলে গোসল করবে।
২. পোশাক পবিত্র হওয়া : যে পোশাক পরিধান করে নামাজ আদায় করবে তা অবশ্যই পবিত্র হতে হবে। জামা, পায়জামা, টুপি, পাগড়ি, কোট, শিরওয়ানি, চাদর, কম্বল, মুজা ইত্যাদি। এগুলো অপবিত্র হলে নামাজ হবে না।
৩. নামাজের জায়গা পাক হওয়া : দাঁড়ানোর জায়গা, রুকু-সেজদার স্থান পবিত্র হতে হবে। তা খালি জায়গা হোক বা নামাজের বিছানা হোক।
৪. কেবলামুখী হওয়া : অসুস্থ কেউ কেবলামুখী হতে সমস্যা হলে অন্যদিকে মুখ করেও নামাজ পড়তে পরবে।
নামাজের নিয়ত করা : নির্ধারিত নামাজের ইচ্ছাপোষণ করা। ফরজ হলে ফরজের, নফল, কাজা হলেও। নিয়ত মুখে বলা ভাল তবে জরুরি নয়। মনের দৃঢ় ইচ্ছাই যথেষ্ট।
৫. সতর ঢাকা : শরীরের এমন সব অংশ আবৃত রাখা, যা নারী-পুরুষের জন্য ফরজ। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু, নারীর জন্য হাতের তালু, পা এবং চেহারা ব্যতীত পুরো শরীর নামাজে ঢেকে রাখা ফরজ।
সূত্র : আল ফিকহুল মুয়াস্সার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে