০২:০২:৪৪ শনিবার, ০৬ মার্চ ২০২১
ইসলাম ডেস্ক: কুরআনের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ আয়াত বলা হয় ‘আয়াতুল কুরসী’কে। পবিত্র হাদিসে সুরা বাকারার ২৫৫ নং আয়াতকে “আয়াতুল কুরসী” নামে অভিহিত করা হয়েছে। এ আয়াত তেলাওয়াতের ফায়দা অপরিসীম। আওয়ার ইসলাম
যেমন-
এক- নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘প্রতিদিন ঘুমানোর সময় যে ব্যক্তি এটি পাঠ করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত করা হবে এবং সকাল পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না।’ -সহিহ বুখারি: ২৩১১
দুই- নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে; তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না।-সহিহ আল জামে: ৬৪৬৪
তিন- উবাই ইবনে কা’ব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘হে আবু মুনযির! তুমি কি জান,পবিত্র কোরআন থেকে তোমার যা মুখস্থ আছে, তার মধ্যে সবচেয়ে বড় (মর্যাদাপূর্ণ) আয়াত কোনটি?’ আমি বললাম, ‘সেটা হচ্ছে আয়াতুল কুরসী।’ তখন তিনি আমার বুকে চাপড় মেরে বললেন, ‘আবুল মুনযির! তোমার জ্ঞান তোমাকে ধন্য করুক’।- সহিহ মুসলিম: ৮১০