সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৭:১৯

ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে

ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে

ইসলাম ডেস্ক: ১৫৯. নিশ্চয়ই যারা নিজ ধর্মকে খণ্ড-বিখণ্ড করেছে এবং নিজেরাই নানা দল-উপদলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তাদের (ফয়সালার) ব্যাপারটা আল্লাহর কাছে সমর্পিত। অতঃপর (কিয়ামতে) তিনি তাদের কৃতকর্ম বিস্তারিত বলে দেবেন।

১৬০. যে একটি সৎকর্ম করবে, সে (কমপক্ষে) তার দশগুণ (প্রতিফল) পাবে আর যে একটি মন্দ কাজ করবে, সে তার (পাপ) সমান শাস্তি পাবে। বস্তুত তাদের কারো ওপরই জুলুম করা হবে না। (সুরা আনআম : ১৫৯-১৬০)।

তাফসির : প্রথম আয়াতে ধর্ম নিয়ে নানা দল-উপদলে বিভক্ত হয়ে যাওয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। তাফসিরে মা'আরেফুল কোরআনে উল্লেখ আছে যে এ আয়াতে মুশরিক, ইহুদি, খ্রিস্টান ও মুসলমান- সবাইকে ব্যাপকভাবে সম্বোধন করা হয়েছে। তাদের আল্লাহর সরল পথ পরিহার করার অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। উল্লিখিত আয়াতে 'ধর্মে বিভেদ সৃষ্টি করা' এবং 'বিভিন্ন দলে বিভক্ত হওয়া'র অর্থ ধর্মের মূলনীতিগুলোর অনুসরণ ছেড়ে নিজ ধ্যানধারণা ও প্রবৃত্তির অনুসরণ করা। দ্বিতীয় আয়াতের মূল কথা হলো, একটি ভালো কাজের প্রতিদান কমপক্ষে দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হবে আর মন্দ কাজের শাস্তি পাপের সমান দেওয়া হবে। কারো ওপর জুলুম করা হবে না।

ধর্মে বিদআত আবিষ্কারের বিরুদ্ধে হুঁশিয়ারি

তাফসিরে মাজহারিতে উল্লেখ আছে যে আগে কিছু লোক ধর্মের মূলনীতি বর্জন করে সে জায়গায় নিজের পক্ষ থেকে কিছু বিষয় ঢুকিয়ে দিয়েছিল। এ উম্মতের বেদআতিরাও নতুন ও ভিত্তিহীন বিষয় ধর্মের অন্তর্ভুক্ত করে থাকে। তারা সবাই আলোচ্য আয়াতের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'বনি ইসরাইল যে অবস্থার সম্মুখীন হয়েছিল, আমার উম্মতও সেগুলোর সম্মুখীন হবে। তারা যেমন কুকর্মে লিপ্ত হয়েছিল, আমার উম্মতও তেমনি হবে। বনি ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে। তন্মধ্যে একটি দল ছাড়া সবাই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, মুক্তিপ্রাপ্ত দল কোনটি? রাসুল (সা.) বললেন, যে দল আমার ও আমার সাহাবিদের পথ অনুসরণ করবে, তারাই মুক্তি পাবে। (তিরমিজি, আবু দাউদ)।

ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে

আলোচ্য দ্বিতীয় আয়াতের ব্যাখ্যায় রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যে ব্যক্তি কোনো ভালো কাজের ইচ্ছা করে, অথচ এখনো সে তা পূর্ণ করেনি, তথাপি তার জন্য একটি নেকি লেখা হবে। যদি সে ওই কাজটি করে ফেলে, তাহলে তার জন্য দশ থেকে সাত শ; বরং অগণিত নেকি লেখা হবে। আর যে ব্যক্তি কোনো পাপ কাজের ইচ্ছা করে, অতঃপর তা থেকে বিরত থাকে, তার আমলনামায়ও একটি নেকি লেখা হয়। কিংবা সে যদি মন্দ ইচ্ছাকে কাজে পরিণত করে, তবে কবল একটি গুনাহ লেখা হয় অথবা একেও মিটিয়ে দেওয়া হয়।' (বুখারি ও মুসলিম)।

কাজেই আলোচ্য আয়াতে 'দশ গুণ' মানে কমপক্ষে দশটি নেকি লাভ করবে। কেননা অন্য আয়াত ও হাদিস দ্বারা জানা যায় যে বিশুদ্ধ নিয়ত ও সঠিক পদ্ধতিতে ইবাদত করলে এর প্রতিদানস্বরূপ দশ গুণ থেকে সাত শ গুণ; বরং অগণিত নেকি দেওয়া হয়। হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা বলেন, 'যে ব্যক্তি আমার দিকে অর্ধহাত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। যে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে দুই বাহু পরিমাণ অগ্রসর হই। যে ব্যক্তি আমার দিকে লাফিয়ে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। উল্লেখ্য আয়াতের বাচনভঙ্গি থেকে বোঝা যায়, কেবল ভালো কিংবা মন্দ কাজ করলেই এ প্রতিদান ও শাস্তি হবে না; বরং প্রতিদান ও শাস্তির জন্য মৃত্যু পর্যন্ত ভালো কিংবা মন্দ কাজে অবিচল থাকতে হবে। (তাফসিরে মা'আরেফুল কোরআন ও ইবনে কাছির অবলম্বনে)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে