শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ১২:৩০:৫২

এই বিশেষ রাতে আল্লাহপাকের ইচ্ছায় মহানবীর (সা.) রূহকে পাকসাফ এবং সতেজ করা হয়েছিল

 এই বিশেষ রাতে আল্লাহপাকের ইচ্ছায় মহানবীর (সা.) রূহকে পাকসাফ এবং সতেজ করা হয়েছিল

ইসলাম ডেস্ক : ইসলাম ধর্মমতে লাইলাতুল মেরাজ’ বা মেরাজের রাত, যা সচরাচর শবে মেরাজ হিসাবে আখ্যায়িত হয়, হচ্ছে যে রাতে ইসলামের নবী মুহাম্মদ (সা.) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেন।

এই বিশেষ রাতে আল্লাহপাকের ইচ্ছায় মহানবীর (সা.) রূহকে পাকসাফ এবং সতেজ করা হয়েছিল। আমরাও যদি একান্তভাবে আল্লাহর হয়ে গিয়ে এ রাতে তার ধ্যানে মগ্ন থাকি তাহলে হয়তো আমাদের রূহকেও আল্লাহপাক পবিত্র ও তাজা করে দিতে পারেন।

আল্লাহপাকের কাছে আমরা যদি বিগলিত চিত্তে দোয়া করি তাহলে অবশ্যই তিনি আমাদের ডাক শুনবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে