মহানবী সা. বলেন- ‘রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেবেন এবং বিনা হিসাবে দেবেন।’ আল্লাহতায়ালা রোজাদারকে কেয়ামতের দিন পানি পান করাবেন।
নেদারল্যান্ডে বসবাসকারী বাসকালা ইসলাম গ্রহণ করেন। একজন বিমানবালা হিসেবে তাঁর জন্য রোজা রাখা বেশ কঠিন ছিল। তাদুপরি তিনি কয়েক দিন বাদে পুরো রমজান রোজা রেখেছেন।
বাসকালা বলেন, ‘আমার রোজার প্রথম বছরটি ছিল খুবই কঠিন ছিল। তখন আমি নেদারল্যান্ডে বসবাস করি। পেশায় একজন বিমানবালা হিসেবে কাজ করছিলাম। তাই অধিকাংশ সময় দীর্ঘ বিমান যাত্রায় থাকতে হতো। অতঃপর কোনো বিমানবন্দরে বিমান অবতরণ হলেও ততক্ষণে হোটেলও বন্ধ হয়ে যেত। ফলে সাহরির সুযোগ হতো না। এরপরও প্রায় পুরো মাস রোজা রেখেছিলাম।’
রোজার অভিজ্ঞতা নিয়ে বাসকালা আরো বলেন, ‘আমি একটি ক্যাথলিক স্কুলে পড়তাম। সেখানের মুসলিম সহপাঠীদের রমজান মাস সম্পর্কে জিজ্ঞেস করে অনেক কিছু জানতে পারি। প্রথম দিকে খাবার ও পানীয় সম্পূর্ণ পরিহার করে সারা মাসের দিনেরবেলা কাটানো আমার কাছে খুবই কঠিন মনে হয়।