সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৩৩:৩৯

কোরআনের জীবন্ত উদাহরণ আজকের সমাজ

কোরআনের জীবন্ত উদাহরণ আজকের সমাজ

ইসলাম ডেস্ক: দাদা-দাদির পাশে বসে রূপকথার গল্প শোনা কিংবা ছোট কাকুর কাধে চেঁপে পুরো গ্রাম ঘুরে আসা। ছোট বেলার জীবনের সাথে যেন এভাবেই গেঁথে আছে কিছু স্মৃতি। যা কখনও ভুলো যাওয়ার নয়।

আজকাল কেন জানি যৌথপরিবার গুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। শহরে তো বটেই গ্রামেই আর চোখে পড়ছে না এমন পরিবার। কোন এক ‘অধরা’র পেছনে ছুটতে ছুটতে দিনদিন আমরা সবাই কেন জানি যান্ত্রিক হয়ে যাচ্ছি।
ঈদ কিংবা বড় কোন অনুষ্ঠান ছাড়া স্বজনদের বাসায় যাওয়াই হয়ে ওঠে না। তবে কি এগুলো শুধু ভালবাসার অভিনয়?
ব্যস্ততার ভীড়ে আজকাল মা-বাবার খোঁজ নেয়ার মত সময়টুকুও থাকে না হাতে। অথচ একজন মুসলমানের  জীবন হবে অত্মীয়স্বজনের নীবিড় ভালোবাসায় আচ্ছাদিত। ঘরদুয়ারে ভেসে বেড়াবে মায়ের হাসি, বোনের উচ্ছ্বাস, খালার মিষ্টি কৌতুক। নানি-দাদির গল্পের জন্য কান পেতে রাখবে আমাদের সন্তানরা। স্বজনদের আনাগোনায় মুখরিত থাকবে উঠোন-ভিটা।  স্বজনের সঙ্গে বন্ধন অটুট রাখতে পবিত্র কোরআনের সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহর ইবাদত কর আর মাতা-পিতার সঙ্গে উত্তম আচরণ কর, আর বন্ধন অটুট রাখ নিকটত্মীয়ের সঙ্গে।
এছাড়াও সূরা মুহাম্মাদের ২২ ও ২৩ নম্বর আয়াতে উল্লেখ আছে, ২৬ নম্বরে উল্লেখ আছে, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে তাদের ওপরই আল্লাহর অভিশাপ নেমে আসবে। আর এ ধরনের  লোকদেরকেই বধির এবং অন্ধ করে দেওয়া হবে।

সত্যই আজ আমরা অন্ধ-বধির! কারও হয়তো মনেও নেই তাদের অত্মীয়স্বজনের কথা। সামান্য বিষয় নিয়ে মনোমালিন্য হলে পরস্পর বছরের পর বছর কথা বলি না কাছে যাওয়া থেকেও বিরত থাকি।

অথচ মহানবী হযরত মুহাম্মাদ (সা) বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন অত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে।  বুখারি :  ৬১৩৮

একজন অমুসলমানও বিশ্বাস করেন অত্মীয়স্বজনের সঙ্গে মধুর আচরণ উত্তম শিক্ষা। আমাদের জীবন আলোকিত হোক স্বজনদের মধুর সম্পর্কে। ভুলে যাওয়া জীবনে আলো ছড়িয়ে পড়–ক স্বজনের হাসিতে।

২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/আরএ/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে