রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬, ০৬:২৭:২২

কী বলছে ইসলাম, অন্ধকারের মধ্যে নামাজ পড়া যাবে কি?

কী বলছে ইসলাম, অন্ধকারের মধ্যে নামাজ পড়া যাবে কি?

ইসলাম ডেস্ক: আমরা সাধারণত আলোর মধ্যেই নামাজ পড়তে অভ্যস্ত। তবে মাঝে মাঝে অন্ধকারের মধ্যে যে পড়ি না, তা নয়। যেমন ধরুণ আপনি নামাজ আদায় করছে এমন সময় বিদ্যুৎ চলে গেল। কিংবা আপনার ঘরে আলো জ্বালানোর জন্য দিয়াশলাইয়ের কাঠি নেই বা আপনার বাতির তেল নেই। যে কোন ভাবে আপনি অন্ধকারের মধ্যে হয়তো নামাজ আদায় করছেন। এখন প্রশ্ন হলো এমতাবস্থায় আপনার নামাজ সহিহ হবে কি না। এ বিষয়ে ইসলামের সঠিক ব্যাখ্যা নিম্নরূপ:

মুসলমানদের মধ্যে এমন অনেক ব্যক্তিই আছেন যারা অন্ধকার স্থানে নামাজ পড়তে পছন্দ করেন। বিশেষ করে তাহাজ্জুদ বা রাতের নফল নামাজ। অনেকেই মনে করেন অন্ধকারে নামাজ শুদ্ধ হবে না। কিন্তু তাদের ধারণা সঠিক নয়। শরিয়তে এমন কোনো বিধি-নিষেধ আসেনি।

হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত বুখারি শরীফের ৩৮২ নং হাদিসের বর্ণনায় এর একটি ব্যাখ্যা পাওয়া যায়। তিনি বলেন, আমি রাসুল (সা.) এর সামনে ঘুমিয়ে থাকতাম। তখন আমার দু’পা থাকতো তার সামনের দিকে। যখন তিনি সেজদা দিতে চাইতেন, তখন আমি পা গুটিয়ে নিতাম। সে সময় আমাদের ঘরে কোনো বাতি ছিল না।
১০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ ২৪ ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে