শুক্রবার, ০৫ নভেম্বর, ২০২১, ১২:০৫:০৬

যে সহজ আমলে এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের (সগিরা) গুনা মাফ হয়

যে সহজ আমলে এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের (সগিরা) গুনা মাফ হয়

জুমার দিন অন্যান্য দিনের তুলনায় মুসলমানদের কাছে অত্যান্ত পবিত্র একটা দিন। এই দিনে মহান আল্লাহ বান্দার জন্য কিছু স্পেশাল ফজিলত রেখেছেন। এই পবিত্র দিনের বিশেষ কিছু সহজ আমলে মহান আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। তবে আমলগুলোও করতে হয় বিশেষ মুহূর্তে। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেসব বিশেষ মুহূর্ত ও বিশেষ আমলগুলো বর্ণনা করেছেন। সেই আমলগুলো কী?

হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি-  জুমার দিন উত্তমরূপে গোসল করে; উত্তমরূপে পবিত্রতা অর্জন (অজু) করে; তার উত্তম পোশাক পরে এবং আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন, তা শরীরে লাগায়; এরপর জুমার নামাজে এসে অনর্থক আচরণ না করে এবং দুই জনের মাঝে ফাঁক করে অগ্রসর হয় না

তার (ওই ব্যক্তির) এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের (সগিরা) গুনাহসমূহ ক্ষমা করা হয়।’ (মুসনাদে আহমাদ)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে