সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ০৪:৩৬:৫৫

এবারও শুরু হচ্ছে ‘পবিত্র কুরআনের আলো’ প্রতিযোগিতা

এবারও শুরু হচ্ছে ‘পবিত্র কুরআনের আলো’ প্রতিযোগিতা

প্রতিবছরের মতো বাংলাভিশনে শুরু হচ্ছে ১৪তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’। আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে কোরআন প্রতিযোগিতা উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৪ তম প্রতিযোগতিা উদ্বোধন ও গত বছরের পুরস্কার বিতরণের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ, অনুষ্ঠানের উপস্থাপক প্রফেসর মো. মোখতার আহমাদ, অনুষ্ঠানের বিচারক হাফেজ মাওলানা নাজীর মাহমুদ, আতাউল্লাহ আল মামুন, নিসার আহমদ আল নাসেরীসহ আরো অনেকে।

এই অনুষ্ঠানে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘দেশের সেরা হাফেজ অনুসন্ধানের অনুষ্ঠানটি আগামী রমজান মাসের প্রতিদিন বাংলাভিশনে প্রচারিত হবে। ইফতারের আগে তা সম্প্রচার হবে। পবিত্র কোরআন তিলাওয়াত শুনলে স্রষ্টার কাছে প্রতিদান আছে। আমরাও এই অনুষ্ঠান দেখলে আল্লাহর অশেষ রহমত পাবো, ইনশা আল্লাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে