বর্তমান সময়ে বাংলাদেশের প্রসিদ্ধ ইসলামিক স্কলার ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত মুফাসসির মাওলানা মিজানুর রহমান আজহারী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া থেকে আনুষ্ঠানিকভাবে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় উচ্চতর শিক্ষার ডিগ্রি ডক্টর অব ফিলোসফির (পিএইচডি) ভাইভা দিয়েছেন আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী। এটিকে বেশ চ্যালেঞ্জিং উল্লেখ করে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। গতকাল মঙ্গলবার ২৮ ডিসেম্বর নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
পিএইচডি ডিগ্রির বিষয়ে আজহারী ফেসুবকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় আজ দুপুরে আমার পিএইচডি ভাইভা সফলতার সাথে সম্পন্ন করলাম।’
তিনি আরও লিখেন,’ দা’ওয়াহ ব্যস্ততা এবং একাডেমিক ব্যস্ততা— দুটোকে সমন্বয় করা বেশ চ্যালেঞ্জিং ছিল। মহান রবের দরবারে লাখোকোটি শুকর এবং সুজুদ যে তিনি তাঁর এ নগন্য গোলামকে তাওফিক দিয়েছেন। লাকাল হামদু ওয়া লাকাশ্শুকরু ইয়া রাব্বি। সবার কাছে আন্তরিক দু’আর নিবেদন।’
এদিকে আশিকুজ্জামান হিমেল নামে একজন ব্যবহারকারী আজহারীর ছবি যোগ করে তাকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, শুভেচ্ছা ও অভিনন্দন মিজানুর রহমান আজহারী হুজুরকে। আজ তিনি আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে সফলভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সাথে তার জন্য দোয়া রইলো, আল্লাহ যেন আপনাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আনেন।’’