শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ০৫:০১:৫৯

গত ৭০ বছর যাবত হাদিস পড়িয়ে কাবার সাবেক ইমামের ইন্তেকাল

গত ৭০ বছর যাবত হাদিস পড়িয়ে কাবার সাবেক ইমামের ইন্তেকাল

ইসলাম ডেস্ক : পবিত্র মসজিদুল হারামের প্রবীণ শিক্ষক শায়খ ইয়াহইয়া বিন শায়খ বিন উসমান বিন আল হুসাইন ইন্তেকাল করেছেন। গত বুধবার (২৬ জানুয়ারি) মক্কায় মারা যান। গত ৭০ বছর যাবত তিনি কাবা প্রাঙ্গণে হাদিসের পাঠদান করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর।

গতকাল বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জোহর নামাজের পর মসজিদুল হারাম প্রাঙ্গণে তাঁর জানাজা সম্পন্ন হয়। এরপর শারায়ে নামক স্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সৌদির শীর্ষ আলেমরা শোক জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তাঁর জন্য দোয়া কামনা করেন।  

শায়খ ইয়াহইয়া মসজিদুল হারামের প্রবীণ শিক্ষক ছিলেন। দীর্ঘ অধ্যাপনার জীবনে তিনি পবিত্র মসজিদুল হারামে ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষার্থীদের হাদিসের পাঠদানের পাশাপাশি ইসলামী শিক্ষাচার ও নৈতিকাবোধ ধারণে উপস্থিত সব মুসল্লিদের তিনি উপদেশ দিতেন। মসজিদুল হারাম প্রাঙ্গণে সবার কাছে তিনি ‘শাইখুল মুদাররিসিন’ বা প্রধান শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।  

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে