শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ০৭:৩৭:১৩

পবিত্র কাবা চত্বরে দীর্ঘ ৭০ বছর কুরআন শিক্ষা দিয়েছেন এ আলেম! বন্ধ রাখেননি করোনাকালেও

পবিত্র কাবা চত্বরে দীর্ঘ ৭০ বছর কুরআন শিক্ষা দিয়েছেন এ আলেম! বন্ধ রাখেননি করোনাকালেও

ইসলাম ডেস্ক : মুসলিম বিশ্ব শোকাহত, আর বেঁচে নেই সৌদি আরবের বর্ষীয়ান আলেম শায়খ আবু জাকারিয়া ইয়াহইয়া আল-মাক্কি। গত বৃহস্পতিবার স্থানীয় সময়  রাতে তার মৃত্যু হয়। 

আল আরাবিয়া জানিয়েছে, বর্ষীয়ান এ আলেম পবিত্র কাবা শরীফে প্রায় ৭০ বছর ‍কুরআন শিক্ষাদান করেছেন।  বৈশ্বিক মহামারী করোনার সময়েও তিনি সপ্তাহের প্রতিদিনই মসজিদুল হারামে কুরআন শিক্ষা দিতেন। 

প্রবীণ এ আলেমের মৃত্যুতে হারামাইন জেনারেল প্রেসিডেন্সির তরফ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পবিত্র মক্কায় জন্ম নেওয়া এ আলেম মসজিদুল হারামের বরেণ্য আলেমদের থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন।  পরে শায়খ আব্দুল্লাহ বিন হুমাইদের অনুরোধে মক্কা শরীফের শিক্ষক হিসেবে যোগদান করেন।

 আল আরাবিয়ার খবরে বলা হয়, কাবার চত্বরে আবু জাকারিয়া ইয়াহইয়ার দরস থেকে বিশ্বের নানা প্রান্তের মানুষ কুরআনের শিক্ষা গ্রহণ করেছেন।  সাধারণ অসুস্থতা সত্ত্বেও কুরআনের দরস ও বয়ান কখনও বাদ দেননি তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে